ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমানে বোমা থাকার খবর ‘ভুয়া’, তল্লাশিতে মেলেনি কিছুই 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১১ জুলাই ২০২৫   আপডেট: ২০:৪৫, ১১ জুলাই ২০২৫
বিমানে বোমা থাকার খবর ‘ভুয়া’, তল্লাশিতে মেলেনি কিছুই 

বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিটের তল্লাশি। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের শুক্রবার (১১ জুলাই) উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, এটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে আনা হয়। শুরু হয় বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি।

তল্লাশি শেষে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ওই ফ্লাইটে বোমা থাকার খবর নেহাতই গুজব। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আরো পড়ুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “কাঠমান্ডু অভিমুখী ফ্লাইটটিতে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি ছিল ফেক (ভুয়া) কল। যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।”

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটটির রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, সে সময় হঠাৎ একটি কল আসে। তাতে দাবি করা হয়, কাঠমান্ডুগামী ফ্লাইটটিতে বোমা পাতা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তখন দ্রুতই ফ্লাইটটি থেকে যাত্রীদের নামিয়ে এনে তল্লাশি করা হয়।

বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিটের তল্লাশি। ছবি: সংগৃহীত


এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে বলেন, “অজ্ঞাতনামা একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়, ফ্লাইটটিতে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।”

“যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারো কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বার্তায় জানায়, বিকেলে একটি অজ্ঞাত ফোনকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে (বোয়িং ৭৩৭-৮০০, গন্তব্য কাঠমান্ডু) বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

বার্তায় বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপন্ডার হিসেবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে।

পরবর্তীতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে প্লেনের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি


বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়