ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিএম কা‌দের‌ ছাড়াই মঞ্জু-আ‌নি‌সের নেতৃত্বে আস‌ছে নির্বাচনি জোট

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:৫৪, ২৭ নভেম্বর ২০২৫
জিএম কা‌দের‌ ছাড়াই মঞ্জু-আ‌নি‌সের নেতৃত্বে আস‌ছে নির্বাচনি জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পা‌র্টির (জে‌পি) চেয়ারম্যান আ‌নোয়ার হো‌সেন মঞ্জু ও জাতীয় পা‌র্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃ‌ত্বে আত্মপ্রকাশ ঘট‌তে যা‌চ্ছে নতুন নির্বাচনি জোট। এই জোটে সমমনা একাধিক দলকে যুক্ত ক‌রে জো‌টের ক‌লেবর বাড়াতে চান নেতারা; সব দিক বিবেচনায় নিয়ে সেই আলোচনাও এগিয়ে নিয়েছেন তারা।

ত‌বে নতুন এই জো‌টে থাক‌ছে না গোলাম মোহাম্মদ কা‌দে‌রের (জিএম) জাতীয় পা‌র্টি।

জোট গঠনের বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, ‍“আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা করছি। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আগামীতে দেশে একটি সুস্থ ধারার রাজনীতিকে বিকশিত করার জন্য এই জোট গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

‍‍মুজিবুল হক চুন্না আশা করছেন, “শিগরিই অনুষ্ঠানিকভাবে আমরা জাতির সামনে নতুন রাজনৈতিক জোটের আত্নপ্রকাশ ঘটাতে পারব।”

জাতীয় পা‌র্টি সূত্র জানায়, জাতীয় পা‌র্টি নির্বাচনমু‌খী দল। এরইম‌ধ্যে দলের নেতাকর্মীরা নির্বাচ‌নের প্রস্তু‌তিও শুরু ক‌রে‌ছেন। প্রশাস‌নিক নির‌পেক্ষতা থাকলে, নির্বাচ‌নে লে‌বেল প্লে‌য়িং ফিল্ড নি‌শ্চিত হ‌লে জাতীয় পা‌র্টি নির্বাচ‌নে অংশ নে‌বে।

এ জন্য দল‌টির পক্ষ থে‌কে সভা-সমা‌বেশ ও বিবৃ‌তি দি‌য়ে সুষ্ঠু, নির‌পেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচ‌ন নি‌শ্চিত করতে সরকার ও নির্বাচন ক‌মিশন‌কে বারবার আহ্বান জানা‌চ্ছে। তারা দে‌শি-বি‌দে‌শি সংস্থাগু‌লো‌কেও দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে। নির্বাচন নি‌য়ে শঙ্কার ম‌ধ্যেই জাতীয় পা‌র্টি নির্বাচ‌নের প্রস্তু‌তি চা‌লি‌য়ে যা‌চ্ছে। তারই ধারাবা‌হিকতায় জাতীয় পা‌র্টি বি‌ভিন্ন অংশ‌কে নি‌য়ে নির্বাচনি জোট গঠ‌নের প্রক্রিয়া চালা‌চ্ছে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আ‌নিস, নির্বাহী চেয়ারম্যান মু‌জিবুল হক চুন্নু ও মহাস‌চিব এ‌বি এম রুহুল আ‌মিন হাওলাদারসহ শীর্ষ নেতারা জাতীয় পা‌র্টির এক সময়ের প্রভাবশালী মহাস‌চিব আ‌নোয়া‌র হো‌সেন মঞ্জুর সঙ্গে যোগা‌যোগ ক‌রেন বলে জানিয়ে ওই সূত্রটি বলছে, বেশ ক‌য়েকবার আ‌লোচনার পর দুই জাতীয় পা‌র্টি একস‌ঙ্গে নির্বাচনি জোট গঠ‌নে সম্মত হয়। জোট গঠ‌নের প্রক্রিয়া প্রায় শেষের দি‌কে। যেকো‌নো সময় দুই জাতীয় পা‌র্টি নতুন এই জো‌টের ‌ঘোষণা দে‌বে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার রাইজিংবিডি ডটকমকে বলেন, ‍“আমাদের দেশে দীর্ঘদিন ধরে জোটের রাজনীতি চলে আসছে। দেশের বড় দলগুলো জোট গঠন করে ভোট করার তৎপরতা চালাচ্ছে। আমরাও আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠন করতে যাচ্ছি। আশা করছি, আগামী মাসের প্রথম সপ্তাহে এই জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে।”

জাতীয় পা‌র্টির (জে‌পি) মহাসচিব সা‌বেক মন্ত্রী শেখ শহিদুল ইসলামও বলছেন, “আমরা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি জোট করতে যাচ্ছি। আশা করি, ডি‌সেম্ব‌রে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘট‌বে।”

জানা গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ, উদার গণতন্ত্র ও সব ধর্মের সম্প্রীতি‌তে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই জোট হতে যাচ্ছে। 

সূত্র বলছে, আনিস ও মঞ্জুর নেতৃত্বাধীন সম্ভাব্য এই জোটে ৫ আগস্ট পট পরিবর্তনের পর আত্নপ্রকাশ করা বেশ কয়েকটি রাজনৈতিক দল যোগ দি‌তে পারে। সমমনা বেশ কিছু রাজনৈতিক দল নুতন জো‌টে যুক্ত হ‌তে পা‌রে।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়