‘ভেভো’ তে রাকিবের গান
মারুফ খান || রাইজিংবিডি.কম
রাকিব মোসাব্বির
বিনোদন ডেস্ক : গত সপ্তাহে এই প্রজন্মের আলোচিত তরুণ সংগীত শিল্পী ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বিরের ফেসবুক ফ্যান পেজ ফেসবুক কতৃপক্ষ আন্তর্জাতিকভাবে ভেরিভাইড করে। তার সপ্তাহখানেক পর ইউটিউব কর্তৃপক্ষ রাকিবের ইউটিউব ভিভো চ্যানেল প্রকাশ করে।
এর ফলে রাকিব মোসাব্বির অনলাইনে বিশ্বব্যাপী তার গান ছড়িয়ে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল। ইতিমধ্যে অনলাইনের ইউটিউবের ভিভোতে বিশ্বের অনেক জনপ্রিয় শিল্পীদের নাম শোভা পাচ্ছে। এবার এর সঙ্গে রাকিব মোসাব্বিরের নাম যুক্ত হলো।
এ সম্পর্কে রাকিব জানান, ‘আমি সবসময় স্বপ্ন দেখতাম আমার করা গান বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। আজ আমার ইউটিউব ভিভো সেই কাজটা আরও অনেক ধাপ এগিয়ে নিবে বলে আশা করি।’
এদিকে জানা যায় রাকিবকে বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে তারকা খ্যাতি পেতে হলে তার ইউটিউব ভিভো চ্যানেলে নির্দিষ্ট একটি সময়কালে এক কোটি ভিউয়ার করতে হবে। তবেই আন্তর্জাতিক তারকা হিসেবে রাকিব ইউটিউব থেকে স্বীকৃতি পাবে। তাই রাকিব বাংলাদেশসহ পৃথবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সকল বাঙালিদের অনলাইনে সহযোগিতা কামনা করেছেন।
রাকিবের ইউটিউব ভিভো চ্যানেলের সার্বিক পরিচালনায় রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত অনলাইন অডিও কোম্পানী এইচটিএম রেকর্ডস।
রাকিবের ইউটিউব ভিভোর লিংক :
https://www.youtube.com/watch?v=5OGM4efMfY4&feature=youtu.be
রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৫/মারুফ
রাইজিংবিডি.কম