ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতালিতে করোনা আক্রান্ত ৬৫০, সুস্থ হয়েছেন ৪২

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনা আক্রান্ত ৬৫০, সুস্থ হয়েছেন ৪২

ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। দেশেটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মারা গেছেন পাঁচ জন।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭, আর আক্রান্তের সংখ্যা ৬৫০ জন।

ইতালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইতোমধ্যে সঠিক চিকিৎসার মাধ্যমে ইতালির লোম্বার্দিয়ায় (মিলান) ৩৭ জন, সিসিলিয়াতে ২ এবং লাজিয়োর ৩ জনসহ সর্বমোট ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের উৎকণ্ঠিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

রোম দূতাবাসে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ইতালিতে ১৫০০এবং ১১২ নম্বরে ফোন করে আক্রান্তদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ইতালির রাজধানী রোমে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। এছাড়া প্রবাসী বাংলাদেশি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

উল্লেখ‌্য, ইতালিতে প্রায় দুই লক্ষ বাংলাদেশি বসবাস করছে।

 

ইতালী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়