Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

ঈদের জামাত হয়নি ফিনল্যান্ডে

জামান সরকার, হেলসিংকি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের জামাত হয়নি ফিনল্যান্ডে

বছর ঘুরে শাওয়ালের এক ফালি চাঁদ ফিরে এলেও ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা এবার মেতে উঠতে পারেনি ঈদুল ফিতরের খুশিতে। ফিনল্যান্ডে এবারের ঈদ হচ্ছে ঘরবন্দী থেকেই।

ফিনল্যান্ডে এবার ঈদুল ফিতরের কোনো জামাত অনুষ্ঠিত হয়নি। তাই প্রবাসী বাংলাদেশিরা সামাজিক দূরত্ব মেনে ঘরেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।

এ বছর কেউ কারও বাসায় গেল না। হলো না ঈদের কোলাকুলি, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং আত্মীয়-প্রতিবেশিদের নিয়ে ঈদ উদযাপন করা। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে পার্ক কিংবা সমুদ্রতটে ভ্রমণ করতে পছন্দ করে অধিকাংশ প্রবাসী। এ বছর এসব পর্যটন স্পটে কেউ ভিড় করতে পারেনি।

করোনার কারণে এবার সবাই ঘরবন্দী থেকে অন্যরকম এক ঈদ করলো ফিনল্যান্ডে।

ঈদের আনন্দের মুহূর্তে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর সংকট, উৎকণ্ঠা ও হতাশায় খুশির জোয়ারে ভাসতে পারেনি প্রবাসীরা।

এবারই ফিনল্যান্ড জুড়ে মুসলমানদের বিধিনিষেধের মধ্যে ঈদ পালন করতে হলো, যার নজীর ইতিহাসে বিরল।

ঈদুল ফিতরে হেলসিংকিতে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী মবিন মোহাম্মদ বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করছি৷ করোনা চলে গেলে, দেশের পরিস্থিতি ভালো হলে তখন আনন্দ করা যাবে৷’

ফিনল্যান্ডে ৩০ বছর যাবত বসবাস করছেন রুবেল ভূঁইয়া। তিনি বলেন, ‘ঘরেই পরিবার নিয়ে ঈদের উৎসব করছি। ভিডিও কলে স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছি। মসজিদে ঈদের নামাজ পড়া হলো না, এটা অকল্পনীয়। সারা রমজান মাস আমরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।’

ব্যবসায়ী সামসুল গাজী বলেন, ‘গভীর সংকট, উৎকণ্ঠা ও হতাশার মধ্য দিয়ে বিশ্ববাসী আজ দিন পার করছে। ঈদুল ফিতরের আনন্দের মুহূর্তে দুর্দশাগ্রস্ত নিপীড়িত মজলুম মানবতার কথাও আমাদের ভাবতে হবে।’

হেলসিংকির অধিবাসী মিজানুর রহমান মিঠু বলেন, ‘এবার ঘরবন্দী থেকেই ঈদের আনন্দ করছি। শুধু নিজেদের নিয়ে ব্যস্ততা নয়, চারপাশে চোখ মেলে তাকাতে হবে আমাদের। তবে এই দিনটি কাটছে জান্নাতি খুশির আমেজে-আবহে।’


ফিনল‌্যান্ড/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়