ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ১২:১৩, ২২ নভেম্বর ২০২০
ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া রাজ্যের ৫৮টি কাউন্টির ৪১টিতে নাগরিকদের ‘স্টে অ্যাট হোম’ অর্ডার দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই রাজ্যটিতে ১০ লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়। আগামী ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে-তে ভ্রমণ সীমিত করতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনো কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে। ইউরোপেও দেশে দেশে বাড়ছে সংক্রমণ।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়