ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এমসিও তুলে সিএমসিও জারি করলো মালয়েশিয়া

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২ মার্চ ২০২১  
এমসিও তুলে সিএমসিও জারি করলো মালয়েশিয়া

করোনা মোকাবিলায় চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করে সিএমসিও (কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার) ঘোষণা করেছে মালয়েশিয়া। এ নিয়ম বলবৎ থাকবে ৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (২ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

নতুন ঘোষণা অনুযায়ী, সেলাঙ্গড়, কুয়ালালামপুর, জোহর ও পেনাংয়ে এমসিও’র পরিবর্তে সিএমসিও চালু করা হয়েছে। কেডাহ, ক্লান্তান, নেগারি সিম্বিলিয়অন, সারওয়াক ও পেরাক রাজ্যেও থাকবে সিএমসিও। তবে মালাক্কা, পাহাং, তেরঙ্গানু, সাবাহ, পুত্রাজায়া, লাবুয়অন ও পেরলিসে রিকোভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা আরএমসিও থাকবে।

সাবাহ বাদে সব রাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। যদিও অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে এখনও বিধিনিষেধ আছে।

এদিকে, আজ মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। মারা গেছেন ৬ জন। এদিন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৫২৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

রাজু/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়