ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৪ মার্চ ২০২১  
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। 

মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলের লোকজন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৩৫১ জন। এর মধ্যে ২৭ লাখ ৪৬ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ‌্যে সুস্থ হয়েছেন ১০ কোটি আট লাখ ২৭ হাজার ৯২০ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫। এর মধ্যে দুই লাখ ৯৮ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৫৯৪। এর মধ্যে এক লাখ ৬০ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১। এর মধ্যে আট হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ১২৫। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। 
চীনের বাইরে করোনার প্রকোপ ১৩ গুণ বেড়ে যাওয়ায় গত ১১ মার্চ একে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ঢাকা/ছাবেদ সাথী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়