ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেক্সিকো সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০২৩  
মেক্সিকো সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস মহান বিজয় দিবসের ৫২তম বার্ষিকী উদযাপন করেছে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাষ্ট্রদূত আবিদা ইসলাম কর্তৃক দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরো পড়ুন:

দূতাবাসের সব কর্মকর্তাদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এরপর বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার স্বাগত বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তিনি স্বাধীনতা যুদ্ধের সব শহীদসহ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ বীরাঙ্গণার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম মেক্সিকোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের লক্ষ্যে দূতাবাসের সাম্প্রতিক উদ্যোগের কথাও তুলে ধরেন।

এই আয়োজনে বাংলাদেশের দেশাত্মবোধক সংগীত, নৃত্য, এবং আবৃত্তি পরিবেশন করা হয় যা উপস্থিত দর্শক কর্তৃক ব্যাপকভাবে সমাদৃত হয়। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, হস্তশিল্প, সঙ্গীত, নৃত্য, এবং আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে দূতাবাসটি এক টুকরো বাংলাদেশে পরিণত হয়- যা দ্বিপাক্ষিক সাংস্কৃতিক কূটনীতি সুদৃঢ়করণে উক্ত দূতাবাসের জোরদার ভূমিকারই প্রতিফলন।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়