ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোরআন অবমাননার অভিযোগে মালদ্বীপে বাংলাদেশি গ্রেপ্তার

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৮ জুলাই ২০২৪   আপডেট: ১২:২৮, ৮ জুলাই ২০২৪
কোরআন অবমাননার অভিযোগে মালদ্বীপে বাংলাদেশি গ্রেপ্তার

মালদ্বীপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পবিত্র কুরআন মাজিদ অবমাননার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. মান্নান। বয়স ৩৬ বছর। তিনি বাংলাদেশি নাগরিক।

জানা গেছে, তার বিরুদ্ধে সন্দেহের পর্যাপ্ত প্রমাণ থাকায় রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত রিমান্ড শুনানির সময় ফৌজদারি আদালত তাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

অভিবাসী হওয়ায় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছে আদালত।

মালদ্বীপে এর আগেও কোরআনের অবমাননা ও অপবিত্র করার জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়