ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ সপ্তাহের রাশিফল (১৪-২০ ডিসেম্বর)

প্রকাশিত: ০৮:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৫০, ১৪ ডিসেম্বর ২০২৪
এ সপ্তাহের রাশিফল (১৪-২০ ডিসেম্বর)

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

আরো পড়ুন:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): প্রতিটি বিষয়ে  ইতিবাচক মনোভাব পোষণ করুন, মানসিক প্রশান্তি পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন। আপনার জনপ্রিয়তা বাড়বে। প্রেমে মানসিক অস্থিরতা বাড়তে পারে। অর্থনৈতিক সফলতা পাবেন। প্রত্যয় ও ধৈর্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অফিসিয়াল নিয়মকানুন সম্পর্কে সচেতন হোন। পারিবারিক জীবনে পারস্পরিক সমঝোতা ও সহমর্মিতা বাড়ান। স্বাস্থ্য সচেতন হোন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বুদ্ধি, বাকচাতুর্যের কারণে সফলতা পাবেন। আবেগ প্রবণতা বাড়বে। অর্থ ও সম্পদ সম্পর্কে মানসিক অস্থিরতা বাড়তে পারে। পেশাগত কাজে ধীরস্থিরভাবে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন, সফলতা আসবে। প্রত্যেকটি বিষয়ে আশাবাদী থাকুন। পারিবারিক জীবনে আনন্দ অনুভব করবেন। অফিসিয়াল বিষয় নিয়ে জটিলতা বাড়তে পারে। আর্থিক বিষয় আপনার অনুকূলে থাকবে না। কর্মব্যস্ততা বাড়বে। দক্ষতার জন্য অফিসে আপনার মূল্যায়ন বাড়বে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মুক্ত ও উদার মানসিকতা দ্বারা মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। জনপেশা ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। সফলতার জন্য ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। দাম্পত্য জীবনে সাময়িক অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারে প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে মূল্যায়ন করুন। ব্যবস্যা-বাণিজ্যে সফলতা আসবে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করুন। মিতাচারী, সংযমী ও বাস্তববাদী হোন। স্থাবর সম্পত্তি লেনদেন ও অংশীদারী ব্যবসায় সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্ক শুভ। ভ্রমণ শুভ। আবেগবশত ভুল সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। নানামুখী চাপে থাকবেন। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার পেশাগত কাজে প্রভাব বিস্তার করতে পারে। প্রিয়জনের সঙ্গে আচরণে সমস্যা তৈরি হতে পারে। সাফল্যের জন্য মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। মানসিকভাবে উৎফুল্ল থাকার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। কর্মে পরিপূর্ণতা পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। অন্যকে সহজে প্রভাবিত করতে পারবেন। পেশাগত কাজে আপনাকে মানসিক দৃঢ়তা ও একাগ্রতা বৃদ্ধি করুন। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। আর্থিক ও মানসিক চাপে থাকতে পারেন। বিদেশসংক্রান্ত যোগাযোগ শুভ। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মানসিক অস্থিরতা বাড়বে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতা যেন আপনার জন্য বোঝা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ রাখুন। সৃজনশীল ও বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আপনার বিড়ম্বনার কারণ হতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক সফলতা আসবে। পারিবারিক বিষয়ে মানসিক চাপে থাকবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পেশাগত কাজে আবেগপ্রবণ সিদ্ধান্ত একাধিক সমস্যা তৈরি করতে পারে। প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হলেই পারিবারিক জীবনে সুখী হতে পারবেন। নেতৃত্বে সফলতা পাবেন। ধৈর্য বৃদ্ধি করুন।আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। সম্পত্তিসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রতিটি বিষয়ে নিয়মানুবর্তিতা বজায় রাখুন। জীবনে সফলতা পাওয়ার জন্য আপনাকে আরো উদ্যোগী হতে হবে। পারিবারিক জীবনে আপনাকে আরো বাস্তববাদী হতে হবে। পেশাগত কাজে আরো দৃঢ়তা ও অধ্যবসায় প্রয়োজন। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। উচ্চশিক্ষার জন্য শুভ সময়। সব ধরনের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। ব্যবসা-বাণিজ্যে দারুণ উন্নতির সুযোগ পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): স্বাধীনচেতা ও উচ্চবিলাসী মানসিকতার জন্য সফলতা পাবেন। জীবনের প্রতিটি পদক্ষেপ আপনাকে ধৈর্য্যের সঙ্গে অতিক্রম করতে হবে। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ব্যবসায় সফলতা পাবেন। অংশীদারী ব্যবসায় সফলতা আসবে। নেতিবাচক সঙ্গ পরিহার করুন। নেতিবাচক চিন্তা পরিত্যাগ করুন। আর্থিক বিষয় নিয়ে টেনশন বাড়বে। মাতৃস্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। মার্কেটিং পেশায় যুক্তদের জন্য শুভ সময়। সম্পর্কে দৃঢ়তা বাড়বে। যাত্রা শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যতিক্রমধর্মী কাজে সফলতা পাবেন। জীবন সম্পর্কে নতুন ধ্যান ধারণা সৃষ্টির চেষ্টা করুন। অতিরিক্ত খেয়ালিপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। অপ্রত্যাশিত কোনো ঝামেলায় পড়তে পারেন। পারিবারিক জীবনে অনেক উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সংশয়ী মনের জন্য সফলতা বিঘ্নিত হতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, সফলতা পাবেন। ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। পারিবারিক বিষয় নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। শরীরের প্রতি যত্নবান হোন। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। আপনার আয়-উপার্জন বৃদ্ধি পাবে। প্রিয়জনের সঙ্গে সখ্য বাড়বে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়