ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে দ্বিতীয় দিনে ১৪৪ ধারা চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে দ্বিতীয় দিনে ১৪৪ ধারা চলছে

টাঙ্গাইল পৌর শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা দ্বিতীয় দিনের মতো চলছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এই ১৪৪ ধারা শনিবার সন্ধ্যা ৭টায় শেষ হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের অধিকাংশ প্রবেশ পথে পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালন কর্মসূচিকে কেন্দ্র করে আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেয়। একইদিন নির্যাতিত আওয়ামী পরিবার এবং টাঙ্গাইল সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করা হয়। দুই গ্রুপের পাল্টাপাল্টি এই কর্মসূচির কারণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

 

টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ