ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বহুবর্ষী কৃঞ্চচূড়া গাছটি হঠাৎ উপড়ে পড়লো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহুবর্ষী কৃঞ্চচূড়া গাছটি হঠাৎ উপড়ে পড়লো

রংপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বহুবর্ষী বিশাল কৃষ্ণচূড়া গাছটি শনিবার দুপুরে উপড়ে পড়েছে। এতে কয়েক জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কোনো ঝড়-বৃষ্টি না থাকলেও হঠাৎ করে বিশাল কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়ে। নগরীর অন্যতম ব্যস্ত সড়কে পড়ায় একটি রিকশা, দুটি ভ্যান, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার চাপা পড়ে। এ সময় রিকশায় থাকা রংপুর সরকারি কলেজের তিন ছাত্রীসহ পাঁচ জন আহত হয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রায় তিন ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা বলেন, কৃষ্ণচূড়া গাছটি বহুবর্ষী; এ জন্য ঝড়-বৃষ্টি ছাড়াই উপড়ে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম রাস্তা থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। 


রংপুর/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ