ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুবলীগনেতা সাধন হত্যার প্রতিবাদে উত্তাল বাঙ্গরা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুবলীগনেতা সাধন হত্যার প্রতিবাদে উত্তাল বাঙ্গরা

কুমিল্লায় জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি খায়রুল আলম সাধন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যান চলাচাল বন্ধ হয়ে যায়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সভাপতি বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার। বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বক্তব্য রাখেন নিহত খায়রুল আলম সাধনের ছেলে সুমন্ত সুলতান।

বাঙ্গরা বাজার থানা যুবলীগের সভাপতি নাইউম খানের সভাপতিত্বে ও বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য ডা. বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব‌্য রাখেন- মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাকিম সওদাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. রহিম পারভেজ, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ নাহিদ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আবুল কালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, বাঙ্গরা বাজার পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৌফিক সিদ্দিকী, পূর্বধইর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম, আন্দিকোট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, টনকী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চাপিতলা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান রুহুল আমীন, বাঙ্গরা বাজার যুবলীগ সদস্য শেখ মনির, বাঙ্গরা বাজার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বাবলু আলী খান, যুব মহিলালীগ নেত্রী কুলসুম আক্তার মিতু।

গত ৯ জানুয়ারি খায়রুল আলম সাধনকে (৫১) হত্যা করে লাশ ফেলে রেখে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার জানাজা শেষে মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় করস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে খায়রুল আলম সাধনের হত্যাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।

 

কুমিল্লা/ইমরুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ