ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা ঠেকাতে স্প্রে করল ছাত্রদল, বৃত্ত আঁকল ছাত্রলীগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ঠেকাতে স্প্রে করল ছাত্রদল, বৃত্ত আঁকল ছাত্রলীগ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই উদ্দেশ্যে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলার বড় রাস্তা, গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসির নেতৃত্বে একটি দল পানির ট্যাংক ও হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে শহরের প্রধান সড়ক ছাড়াও শিবগঞ্জ বাজারে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন।

অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ওষুধের দোকানসহ বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলিরাজ ও মুক্তিযুদ্ধ মঞ্চের শিবগঞ্জ শাখার নেতা হাসিব রায়হান।

বৃহস্পতিবার রাতে শহরের হাসপাতাল রোড, মনাকষা মোড়, কারবালা মোড়ের বিভিন্ন দোকানের সামনে গোল বৃত্ত আঁকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেছেন, ‘জাতির এই মহাদুর্যোগের সময় ছাত্রদল ও ছাত্রলীগ যেভাবে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। আমাদের সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে। ছাত্রদল জীবাণুনাশক ওষুধ ছিটানোয় শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষা হবে। ছাত্রলীগ বৃত্ত আঁকায় সামাজিক দূরত্ব বজায় থাকবে। এতে সবাই উপকৃত হবে।’


চাঁপাইনবাবগঞ্জ/মিমপা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ