ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজারের শাপলাপুর সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

জেলেদের জালে আটকা পড়ে বড় আকৃতির একটি ডলফিন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে টেকনাফের শাপলাপুর সৈকতে এই মৃত ডলফিনটি দেখতে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ।

তিনি জানান, শাপলাপুর সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আঘাত পেয়ে এই ডলফিনের মৃত্যু হয়েছে। ডলফিনটির অনুমানিক ওজন ৮০ থেকে একশ কেজি হতে পারে।

এদিকে, সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, ‘ডলফিন সুরক্ষা নীতি তৈরি করতে ব্যর্থ হয়েছি বলেই এই করুণ দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে। ডলফিনটি আটকে পড়েছিল জেলেদের জালে। তাই তাকে মেরে আহত করে জেলেরা শাপলাপুর বাজারের পশ্চিম পাশের সৈকতে এভাবে ফেলে রাখে, পরবর্তীতে মৃত্যুবরণ করে ডলফিনটি।’

তিনি আরও বলেন, ‘এই হল আমাদের বাস্তবতা। জেলেরা সামুদ্রিক প্রাণীদের সুরক্ষার বিষয়ে সচেতন নয় বলে এই করুণ দৃশ্য বার বার দেখতে হচ্ছে।’

সম্প্রতি লকডাউনের কারণে পর্যটক না থাকায় কক্সবাজারে সৈকতের কাছাকাছি ডলফিনের আনাগোনা দেখা যাচ্ছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডলফিনকে ঘিরে নতুন করে সম্ভাবনার কথা বলছেন পরিবেশবিদরা। 


রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ