ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পঞ্চগড়ে ৪ জনের করোনা শনাক্ত

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ের নতুন করে চার জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।

সোমবার (১৮ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, করোনায় আক্রান্ত নতুন ৪ জন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা ও দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরার পর ওই ৪ জনের বাড়ি লকডাউন করা হয়েছিল।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৬ মে তাদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।  সোমবার তাদের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট ৮১৩ জনের নমুনা পরীক্ষায় ৭৮৫ জনের ফলাফল পাওয়া গেছে।  এর মধ্যে একজন পুলিশ সদস্যসহ ২৪ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে।  সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

পঞ্চগড়/ নাঈম/সাইফ

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ