ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেজার ব্লেডের ধার বাড়ানোর সহজ উপায় (ভিডিও)

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৫, ৩ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেজার ব্লেডের ধার বাড়ানোর সহজ উপায় (ভিডিও)

লাইফস্টাইল ডেস্ক : হাতে সময় কম থাকায় অনেক সময় তাড়াহুড়ো করে শেভ করার প্রয়োজন পড়ে। কিন্তু ঠিক সেই সময়টায় যদি দেখেন, রেজারের ব্লেডের ধার কমে গেছে, তাহলে অসহায় অবস্থায় পড়া লাগে।

 

ডিসপোজাল রেজারের ব্লেডগুলোর ধার যেহেতু বেশি দিন থাকে না, তাই প্রায় সময়ই এ ধরনের ঘটনার বিরক্তিকর ঘটনার মুখোমুখি হওয়া লাগে।

 

হাতে সময় কম থাকায় আবার দোকানে গিয়ে যেহেতু নতুন রেজার কেনাটা হয়ে ওঠে না, তাই ভোঁতা ব্লেড দিয়েই বাধ্য হয়ে শেভ করা লাগে। কিন্তু ভোঁতা ব্লেডে শেভ করাটা যেমন সময়সাপেক্ষ, তেমনি ত্বকের জন্য যন্ত্রণাদায়কও। পাশাপাশি ভোঁতা ব্লেডে বেশি চাপে দাড়ি কাটতে গিয়ে গাল কেটে যাওয়ার আশঙ্কাও থাকে।

 

তবে এই সমস্যার খুব সহজ সমাধানও কিন্তু রয়েছে। অর্থাৎ খুব সহজ একটা কৌশল খাটিয়ে রেজারের ব্লেডের ধার তৎক্ষণাৎ বাড়িয়ে নিতে পারেন।

 

কৌশলটা হচ্ছে, জিন্সের প্যান্টের সাহায্যে রেজারের ব্লেডের ধার তৎক্ষণাৎ বাড়ানো যায়। যে স্ট্রোকে শেভ করেন, তার উল্টো স্ট্রোকে জিন্সের প্যান্টের ওপর রেজার ১০-২০ বার ব্যবহার করুন। দেখবেন ব্লেডের ধার বেড়ে গেছে!

 

ধার কমে যাওয়া রেজারের ব্লেড এই কৌশলে ফের ধারালো করে আরো বেশ কয়েকবার অনায়াসেই ব্যবহার করতে পারবেন। নিচের ভিডিওতে দেখে নিন। ভিডিওতে জিন্সের কাপড়ের টুকরো অংশে এ কৌশল দেখানো হলেও আপনি পরনের জিন্সের প্যান্টের সাহায্যেও তা করতে পারেন। অর্থাৎ জিন্স কাপড় হলেই হলো।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৬/ফিরোজ/ এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়