মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মেলান্দহ পৌর শহরের কাজিরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানউল্লাহ আকাশ নামে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়।
আকাশ স্থানীয় ইসমাইল হোসেনের ছেলে।
পৌর কাউন্সিলর মিজানুর রহমান মুকুল বলেন, আকাশ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী জিআই তার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌর মেয়র শফিক জাহেদী রবিন ঘটনা স্থল পরিদর্শন করেন।
এদিকে, একই উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষের পাড়া গ্রামে রোববার দুপুর ২টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালেক আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
খালেক ওই গ্রামের আইয়ুব আলী মুনশির ছেলে।
ঘোষের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, খালেক বাড়ির পাশে সেচের পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
সেলিম/সাইফ