ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাথায় হাতুড়ির আঘাত: ইউএনও ওয়াহিদাকে ঢাকায় স্থানান্তর

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২০
মাথায় হাতুড়ির আঘাত: ইউএনও ওয়াহিদাকে ঢাকায় স্থানান্তর

ইউএনও ওয়াহিদা খানম (ফাইল ছবি)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিরুল ইসলাম জানান, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সন্ত্রাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি বাসভবনে প্রবেশ করে। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে এলোপাতাড়িভাবে মারধর করে। সন্ত্রাসীদের হামলায় তারা দুজনেই গুরুতর আহত হন। এর মধ্যে ওয়াহিদা খানম মাথায় হাতুড়ির আঘাতে রক্তাক্ত যখম হন। সকালে তাদেরকে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ওয়াহিদা খানমের মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন‌্য বৃহস্পতিবার দুপুরে তাকে এয়ার অ‌্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয় বলে জানান ওসি আমিরুল ইসলাম।

মোসলেম উদ্দিন/সনি

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়