ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল: মেডিক্যাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:২১, ৬ সেপ্টেম্বর ২০২০
ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল: মেডিক্যাল বোর্ড

ওয়াহিদা খানম (ফাইল ফটো)

সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মেডিক্যাল বোর্ডের প্রধান ও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তচাপ, পালস, রক্তে অক্সিজেন সবই স্বাভাবিক আছে। এছাড়া রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তার জ্ঞানের মাত্রা শতভাগ ঠিক আছে।

আরো পড়ুন:

তিনি বলেন, আজ থেকে ওয়াহিদাকে ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এটি দেওয়ার পর রোগীর অবস্থা কোন দিকে যায় দেখা হবে। তবে মাথায় কিছুটা ব্যথা আছে বলে আমাদের জানিয়েছেন ওয়াহিদা। যেহেতু তার মাথায় অনেকগুলো আঘাত আছে তাই ব্যথা কিছুটা থাকবে। ধীরে ধীরে ব্যথা কমে যাবে।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়