Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৯ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৫ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

ইউএনও ওয়াহিদার শরীরে অনুভূতি আছে, শক্তি নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২০  
ইউএনও ওয়াহিদার শরীরে অনুভূতি আছে, শক্তি নেই

ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম (ফাইল ফটো)

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শরীরে অনুভূতি আছে, তবে শক্তি নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ‌্যান্ড হসপিটালে তাকে দেখতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ‌্য জানান।

তিনি বলেন, ‘তিনি (ইউএনও ওয়াহিদা) কথা বলছেন। তবে ডান হাত ও ডান পা নাড়াতে পারছেন না। তার মাথার কাটা অংশে ইনফেকশনের ভয় আছে। যদি ইনফেকশন না হয়, তাহলে তার উন্নতিটা স্মুথ হবে।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ‌্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম বলেন, ‘ওয়াহিদা খানমের অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল ও উন্নতির দিকে। অপারেশনটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এখন তিনি কথা বলতে পারেন এবং লোকজনকে চিনতে পারেন।’

২ সেপ্টেম্বর (বুধবার) মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়