ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৩:০১, ৮ সেপ্টেম্বর ২০২০
মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় ওজনে কারচুপি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ও ভাটারা বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। 

অভিযান পরিচালনা করতে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘জেলা প্রশাসক এস এম ফেরদৌস স্যারের নির্দেশে সাটুরিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব বাজারে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযান পরিচালনার সময় ৩ টি প্রতিষ্ঠানকে ওজনে কারচুপি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’   

জাহিদুল চন্দন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়