ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাবার সঙ্গে আদালতে মিন্নি

রুদ্র রোহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২০

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন আদালত। এরই মধ্যে এ মামলার একমাত্র জামিনপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দীকা মিন্নি আদালতে হাজির হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালত প্রাঙ্গণে আসেন মিন্নি।

এদিকে আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে প্রাপ্ত বয়স্ক বাকি ৮ আসামিকে। মামলার দণ্ডপ্রাপ্ত ৬ নম্বর আসামি মুছা বন্ড পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা হবে। 

প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)। 

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, 'রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছি।'

এ মামলায় মিন্নি আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রায় ঘোষণা হতে পারে।

এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়