ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট চালাবে স্পাইস জেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৫ নভেম্বর ২০২০  
চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট চালাবে স্পাইস জেট

চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করবে ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান স্পাইস জেটের ফ্লাইট চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন স্পাইস জেটের মহাব্যবস্থাপক তোফায়েল ইবনে সোলায়মান, সেলস ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান, চট্টগ্রাম কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী প্রমুখ।

মোহাম্মদ আসিফ চৌধুরী জানান, এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের মধ‌্যে ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে চট্টগ্রাম-কলকাতা রুটে স্পাইস জেটের ফ্লাইট চলাচল শুরু হলো। প্রতি শনি, রোব, মঙ্গল ও বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষ বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫ মিনিটে এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দুপুর পৌনে ১২টায়। চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর সাড়ে ১২টায়, কলকাতায় পৌঁছাবে বেলা ১টা ১০ মিনিটে।

স্পাইস জেটে চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়ার ভাড়া ৪ হাজার ৯৩৯ ভারতীয় রুপি। কলকাতা থেকে চট্টগ্রামে আসতে ভাড়া লাগবে ৪ হাজার ২২৫ রুপি।

বৃহস্পতিবার উদ্বোধনী ফ্লাইটে কলকাতা থেকে ২০ জন চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রাম থেকে কলকাতায় যান ৪৬ জন।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়