ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালানো ৭ জনকে উদ্ধার 

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৫ মার্চ ২০২১   আপডেট: ১২:১১, ২৫ মার্চ ২০২১
নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালানো ৭ জনকে উদ্ধার 

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ১৪ জনের মধ‌্যে সাত জনকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) রাত আড়াইটার দিকে জয়দেবপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে গাজীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শাহানাজ আক্তার রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শাহানাজ আক্তার বলেন, বুধবার রাত ১২টার পর ভোগড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালনাধীন মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ নিবাসী পালিয়ে যায়। 

ডিএমপির কোনাবাড়ী ও সদর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, ‘নিরাপদ আবাসন কেন্দ্রের মূল ভবনের তৃতীয় তলার স্টোর রুমের জানালার গ্রিল কেটে ১৪ জন পালিয়ে যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে জয়দেবপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সাত জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।’

রফিক সরকার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়