ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর খোঁজ মেলেনি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৭ মে ২০২১   আপডেট: ১২:৪৭, ২৭ মে ২০২১
হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর খোঁজ মেলেনি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ১৪ ঘণ্টা পরও নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি।

বুধবার (২৬ মে) রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় লিমা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১২টা পর্যন্ত লিমার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। 

নিখোঁজ লিমা আক্তার (৭) উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জগলুলের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের ফলে লিমাদের ঘরে পানি ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সঙ্গে নিজ ঘরে ছিল লিমা। রাতের কোনো এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও লিমার কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে এখনো চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার (২৭ মে)  দুপুর থেকে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়।

সুজন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়