ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পানির মাঝখানে শিক্ষার বাতিঘর

মো. মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৪ জুন ২০২১  
পানির মাঝখানে শিক্ষার বাতিঘর

চারদিকে পানি। মাঝখানে মানুষের বসবাস। বের হলে নৌকা নিয়ে যেতে হয়। এছাড়া উপায় নেই।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার গুঁঙ্গিয়াজুরী হাওর এলাকায় অবস্থিত এ স্থানটির নাম ‘সমুদ্রফেনা’।  এখানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জমিতে গড়ে উঠেছে শোকরগোজার দাতব্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উদ্যোগে এবার শোকরগোজার পাঠশালার যাত্রা শুরু হলো।

রোববার (১৩ জুন) এ পাঠশালার উদ্বোধন করেন নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সাবেত্রী নায়েক। পরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাতা সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি শেষে একান্ত সাক্ষাৎকারে কেয়া চৌধুরী বলেন, এ পাঠশালায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান দেওয়া হবে। হাওর এলাকা হওয়ায় এখানকার শিশুরা প্রায় শিক্ষা বঞ্চিত। এসব বঞ্চিত শিশুদের মাঝে সুশিক্ষার আলোয় আলোকিত করার জন্যই এ পাঠশালা চালু করা হলো। এখানে লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে অনেক দূর এগিয়ে যাওয়ার পথ দেখানো হবে।

তিনি বলেন, এখানকার লোকেরা পানির সাথে লড়াই করে বেঁচে আছে। তারা সংগ্রামী। এরমধ্যে অনেক দরিদ্র্য লোক আছে। আমি তাদের পরিবারের সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহণ করাতে চেষ্টা করছি। আশা করি সফল হবো। এ হাওরের মাঝখানে এই খন্ড জমিতে শিক্ষার এ বাতিঘরটিকে দৃষ্টান্ত হিসাবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগীতা একান্তভাবে প্রয়োজন। ৩৮ জন শিক্ষার্থীকে নিয়ে এ পাঠশালায় যাত্রা শুরু হলো। উদ্দেশ্য মহৎ। লক্ষ্য বহুদূর।

অভিভাবকরা বলেন, হাওরে মাঝখানে শিক্ষার বাতিঘর হলো। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। এসব সম্ভব হয়েছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অক্লান্ত চেষ্টার ফলে। এ পাঠলাশায় আমাদের সন্তানরা লেখাপড়া করে এগিয়ে যাবে, আমাদের অত্যন্ত ভাল লাগছে। 

হবিগঞ্জ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ