ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভুক্ত কুকুরের জন্য খাবার যোগাড় করেন সুয়েল 

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৩ জুলাই ২০২১  
অভুক্ত কুকুরের জন্য খাবার যোগাড় করেন সুয়েল 

এবারের লকডাউনেও অভুক্ত কুকুরের জন্য খাদ্য যোগাড়ে নেমেছেন সুয়েল আহমদ। 

মালিকবিহীন অভুক্ত কুকুরগুলোর সহায়তায় এগিয়ে এসেছেন মৌলভীবাজারের এই তরুণ। 

গত বছর দীর্ঘসময়ের লকডাউনে যখন অভুক্ত হয়ে পড়েছিলো শহরের মালিক বিহীন কুকুর গুলো, তখনও খাবার নিয়ে এগিয়ে আসেন তিনি। সুয়েল আহমদের বাড়ি জেলা সদরের কনকপুর এলাকায়।

গত বছর লকডাউনের প্রায় দেড় মাস প্রতিদিন তিনি মৌলভীবাজার শহরের  প্রায় ২০০টি কুকুরকে খাবার দিতেন।

চলতি লকডাউনেও অভুক্ত কুকুরের খাদ্য যোগাড়ের দায়িত্বে নেমেছেন সুয়েল আহমদ। কঠোর লকডাউনের দ্বিতীয় দিন থেকে মৌলভীবাজার শহরের কুকুরগুলোকে খাবার বিলি করছেন তিনি।

সুয়েল আহমদ জানান, মানুষ মুখ খুলে বলতে পারে তাই সে কোন না কোনভাবে খাবার পেয়ে যাচ্ছে। কিন্তু এই প্রানীগুলো মালিক বিহীন কিন্তু বসবাস করে মানুষের পাশে। তাদের খাবারের প্রয়োজন মেটাতে আমি গত বছরের মত এই বছরও খাবার বিলি করছি। প্রথম দিনে ২০০ কুকুরের জন্য খাবার তৈরী করেছিলাম বিকেল পর্যন্ত ১০০ কুকুরকে খাবার দিয়েছি। যতদিন কঠোর লকডাউন থাকবে ততদিন এভাবেই খাবার বিলি করা হবে।

মৌলভীবাজারের পাশাপাশি রোববার থেকে শ্রীমঙ্গল শহরেও কুকুরের জন্য খাবার বিলি করবেন বলে জানিয়েছেন তিনি।

পরিবেশ কর্মী রিপন দে বলছিলেন, এই প্রানীগুলো আমাদের পরিবেশে থাকে। লোকজনের ফেলে দেওয়া খাবার তাদের আহারের মূল উৎস। লকডাউনের এই সময়টায় মানুষ ঘরে থাকায় বাইরে সেই ফেলে দেওয়া খাবারও নেই। এই পরিস্থিতিতে খাবারের সংকটে পড়েছে। এই কঠিন সময়ে অভুক্ত কুকুরের জন্য খাবার যোগাড়ের এমন উদ্যোগ বড় মানবিকতার পরিচয়।

সাইফুল্লাহ/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়