ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২ কোটি টাকার কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৪ জুলাই ২০২১   আপডেট: ০৮:৩৬, ৪ জুলাই ২০২১
২ কোটি টাকার কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়ন সদস্যরা।

শনিবার (৩ জুলাই) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করে বিজিবি।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন— কুমিরজান গ্রামের মৃত এনতাজ উদ্দীনের ছেলে মো. রফিকুল ইসলাম, চামুচা গ্রামের আজিম উদ্দীনের ছেলে আল আমিন (২২) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. মনিরুল ইসলাম (২০)

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জুলাই) দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি অভিযান চালায় বিজিবি। ওই আভিযানিক দলটি সীমান্ত পিলার ১৯৪/৩ এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩৫ কেজি কচ্ছপের হাড় জব্দ করে। যার মূল্য মূল্য ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। ওই বাড়ির মালিক মালিক রফিকুল ইসলামের দেওয়া তথ্যমতে আরও দু জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে মূল আসামী চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল (২২) পালিয়ে যায়।

জব্দ করা কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ও পলাতক আসামিদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিয়াম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়