ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুমিল্লায় সড়কে ঝরলো ৩ প্রাণ

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১২:৩৪, ২৯ জুলাই ২০২১
কুমিল্লায় সড়কে ঝরলো ৩ প্রাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে মহাসড়কের উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে দিনমজুর ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন মিয়া (৪০)।

এছাড়া গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক চৌধুরী বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলো শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

আবদুর রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়