ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় করোনা এবং উপসর্গে ৯ মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৫ আগস্ট ২০২১  
বগুড়ায় করোনা এবং উপসর্গে ৯ মৃত্যু

বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গে ৫ জন মারা গেছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া একই সময় সুস্থ হয়েছেন আরও ১৫৮জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন— শেরপুরের রেহানা (৪৫), শাজাহানপুরের মঞ্জুফা (৪৫), সদরের রুপ কুমার সাহা (৫২) এবং সারিয়াকান্দির তুলি (৫৫)।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে ১০৫ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন মোট ১৯ হাজার ৩৯৯ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ৫৯১। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩০৯ জন।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ