ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা ফেরি, নৌরুট বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৩, ২৩ ডিসেম্বর ২০২১  
ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা ফেরি, নৌরুট বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)  রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।

বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপারভাইজার মো. হাবিবুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে একটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে। পাটুরিয়া ঘাট প্রান্তে ৫টি ও দৌলতদিয়া ঘাট প্রান্তে ৮টি ফেরি নিরাপদে রয়েছে। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ২০০ পরিবহন বাস, ৫০০ সাধারণ পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিক ছোট গাড়ি আটকা পড়েছে।

চন্দন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়