ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনা কবলিত লঞ্চটির মালিকপক্ষকে পাওয়া যায়নি: ডিসি

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:০৬, ২৪ ডিসেম্বর ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।

পড়ুন : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, মৃত্যু ৩০

আরো পড়ুন:

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে জোহর আলী বলেন, ‘কিভাবে লঞ্চটিতে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত না করে কিছুই বলা সম্ভব হচ্ছেনা। এখন সবাই অনুমান নির্ভর কথাবার্তা বলছেন। তদন্ত কমিটি করা হচ্ছে। তারাই অনুসন্ধান করে বের করবেন এই দুর্ঘটনার পেছনে কারো কোনো গাফিলতি ছিল কিনা সে বিষয়টি। আমরা এখন পর্যন্ত ‘এমভি অভিযান-১০’ লঞ্চের কাউকে এখানে দেখতে পাইনি। আমরা তাদের খোঁজ করতে পাঠিয়েছি।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে আমি রাত থেকেই আছি। এখানে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও উপস্থিত আছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রীও ঘটনাস্থলে আসছেন। সরকার সবার সঙ্গে আছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহায্য সহযোগিতা প্রদান করা হবে।‘

জেলা প্রশাসক জানান, ‘আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।’

 

অলোক/ মাসুদ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়