ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

লঞ্চে আগুন: বিষখালী থেকে আরও এক মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:১০, ২৭ ডিসেম্বর ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনার ৪ দিন পর আরও একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি এলাকার সুগন্ধা নদী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পেটে পোড়া দাগ ছিল। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা।

উল্লেখ‌্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যায় বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চ। এতে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অলোক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়