ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে জেব্রা হত্যার অভিযোগ করলেন সাংসদ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৪৫, ৩০ জানুয়ারি ২০২২
পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে জেব্রা হত্যার অভিযোগ করলেন সাংসদ 

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে গত ১ মাসে ১১টি জেব্রার মৃত্যু স্বাভাবিক ছিল না বলে দাবি করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি বলেন, ‘জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে।’

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, ‘পার্ক কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে একে অপরকে ফাঁসানোর জন্য এই জেব্রাগুলো হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

এছাড়াও ১২ জানুয়ারি সাফারি পার্কে একটি বাঘও মারা গেছে বলে দাবি করেন সাংসদ। তিনি জানান, বাঘের মৃত্যুর সংবাদও গোপন করে গেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

আরো পড়ুন: সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর কারণ উদঘাটন

বঙ্গবন্ধু সাফারি পার্কে একদিনে দুই জেব্রার মৃত্যু

২২ দিনে ৯ জেব্রার মৃত্যু, বিশেষজ্ঞদের বৈঠক আজ

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়