ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ছেলের মৃত্যুর পর চলে গেলেন বাবাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২২  
ছেলের মৃত্যুর পর চলে গেলেন বাবাও

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে লাগা আগুনে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যুর পর মারা গেছেন শিশুটির বাবা মকবুল হোসেন (৪২)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মকবুলের স্ত্রী রেখা বেগম, আরেক ছেলে জয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের কান্দাপাড়া এলাকার সফর মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুজন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে মকবুলের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন তিনি। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের ছোট ছেলে জুবায়ের এর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দগ্ধ মকবুল ও তার স্ত্রী রেখা বেগম এবং বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল হোসেন।

মাইনুদ্দীন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়