ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দম্পতিকে মারধর 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ এপ্রিল ২০২২  
ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দম্পতিকে মারধর 

দুদু মিয়া

জামালপুরের মেলান্দহের পূর্ব মালঞ্চ গ্রামে ধান ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে রিনা বেগম ও তার স্বামী দুদু মিয়াকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিনা বেগমের ভাই বাদী হয়ে রোববার (২৪ এপ্রিল) স্থানীয় আবু বক্করসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত দুদু মিয়া বলেন, ‘আমার সঙ্গে প্রতিবেশী আবু বক্করের জমি সংক্রান্ত বিরোধ চলেছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আবু বক্করের ধান ক্ষেত আমার পালা হাঁস চলে যায়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বক্করের ছেলে হুোসাইন মাহমুদ গাজীসহ তার স্বজনরা লাঠি ও রড নিয়ে হামলা চালায় এবং আমাকে পেটাতে শুরু করে। এ সময় আমার স্ত্রী বাধা দিতে এগিয়ে আসলে তারা তাকেও মারধর করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।’

নির্যাতনের শিকার রিনা বেগম বলেন, ‘আমি রোজা ছিলাম। তাদের হাতে পায়ে ধরে বলেছি, আমি ও আমার স্বামী রোজা রেখেছি। আমাদের মাইরেন না। তারা কোনো কথাই না শুনে আমাদের মারধর করে।’ 

এ বিষয়ে জানতে আবু বক্করের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ওসি মাঈদুল ইসলাম জানান, এ ঘটনায় মেলান্দহ থানায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সেলিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ