ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৯ জুন ২০২২  
লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

লক্ষ্মীপুরে আগামী ১২ জুন থেকে ১৫ জুন এই চারদিনে ২ লাখ ৯৮ হাজার ৪১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবির।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

আরো পড়ুন:

এ বছর জেলায় মোট ১ হাজার ৪৮০টি স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ রায়হানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়