ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার বিক্ষোভ 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৯ আগস্ট ২০২২  
তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার বিক্ষোভ 

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

তেলের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার(৯ আগস্ট) দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক রসিদ আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সদস্য ফারুক মেনর, সিরাজুল ইসলাম, ফয়জুর রহমান ও শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক পিয়ারা বেগম, জাতীয় যুব সংহতির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা সাধারণ সম্পাদক সাজিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার বিগত দিনে দফায় দফায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে। সর্বশেষ দেশে বিদ্যুত ব্যবস্থার অচলাবস্থাসহ জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। এই তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশে সব ধরণের সেবা আজ সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। উন্নয়নের মহাসড়কের সরকার আজ দ্রব্যমূল্য বৃদ্ধির মহাসড়কে রওনা দিয়েছে। 

বক্তারা আরো বলেন, বিদ্যুৎ ব্যবস্থার দুর্নীতিবাজদের খুঁজে বের করতে হবে। সুনামগঞ্জেও বিদ্যুত সাবস্টেশন নির্মাণে দুর্নীতি হয়েছে, আমরা বারবার তদন্ত দাবি করেছি। আমরা সরকারকে অনুরোধ করছি অবিলম্বে এই সব দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদের দূর্নীতির কারণেই আজকে দেশের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আল আমিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ