ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তেলের দাম বাড়ায় কদর বেড়েছে পুরাতন সাইকেলের

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১০ আগস্ট ২০২২   আপডেট: ২০:১৫, ১০ আগস্ট ২০২২
তেলের দাম বাড়ায় কদর বেড়েছে পুরাতন সাইকেলের

পূর্ব ঘোষণা ছাড়াই সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষজন। অফিস বা নিকটতম জায়গায় যাতায়াতের জন্য অনেকেই মোটরসাইকেল পরিবর্তন করে ঝুঁকছেন পুরাতন সাইকেলের দিকে।

বুধবার (১০ জুলাই) বিকেলে রংপুর নগরীর লালবাগ পুরাতন সাইকেল হাটে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিক্রেতারা সাইকেলগুলো সাজিয়ে রেখে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

মোরসালিন নামের এক শিক্ষার্থী বলেন, ‘গত এক মাসে চারদিন এই হাটে সাইকেল কিনতে এসেছি। ১৫ দিন আগে যে সাইকেল পাঁচ হাজার টাকায় কিনতে পরতাম, আজ তা সাড়ে ছয় থেকে সাত হাজার টাকায় উঠেছে।’

মাহমুদ হাসান নামের একজন বলেন, ‘হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষজন অফিস বা নিকটতম জায়গায় যাতায়াতের জন্য সাইকেল কিনছেন। কিন্তু ব্যবসায়ীরা সাইকেলের দাম বাড়িয়ে দিয়েছেন।’

সাইকেল বিক্রেতা ভুট্টু মিয়া বলেন, ‘তেলের দাম বাড়ার পর পুরাতন সাইকেলের চাহিদা বেড়েছে। এতে আমাদের বিক্রি ভালো হচ্ছে।’

দামের বিষয়ে তিনি বলেন, ‘আগের তুলনায় প্রতি সাইকেলে এক থেকে দুই হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে।’

লালবাগ পুরাতন সাইকেল হাটের ইজারাদার সিয়াম সরকার বলেন, ‘সপ্তাহে রোববার ও বুধবার এখানে সাইকেলের হাট বসে। আগের তুলনায় ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

আমিরুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ