ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পরীক্ষা কেন্দ্রে পকেটে মোবাইল থাকায় দুই শিক্ষককে বহিষ্কার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষা কেন্দ্রে পকেটে মোবাইল থাকায় দুই শিক্ষককে বহিষ্কার

চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ফাইল ফটো

পাবনার চাটমোহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পকেটে মোবাইল থাকায় দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন সময় তাদের বহিষ্কার করা হয়।

দুজন হলেন- ছাইকোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান ও উত্তর সেনগ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক মাসুর রানা।

চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আব্দুস ছালাম বলেন, ‘সকালে এসএসসি পরীক্ষা শুরুর পর দুই শিক্ষকের কাছে মোবাইল ফোন রয়েছে কী না জানতে চাওয়া হয়। তারা প্রথমে বিষয়টি অস্বীকার করেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের জিজ্ঞাসাবাদে দুই শিক্ষকের পকেটে মোবাইল থাকার সত্যতা পাওয়ায় যায়। পরবর্তীতে দুটি মোবাইল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।’

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়