ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: আনন্দের জোয়াড় স্বপ্নার সদ্যপুস্কুরিনীত

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২০ সেপ্টেম্বর ২০২২  
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: আনন্দের জোয়াড় স্বপ্নার সদ্যপুস্কুরিনীত

স্বপ্নার সফলতায় গ্রামবাসী একে অন্যকে মিষ্টি খাওয়ান

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। এই বড় জয়ে অবদান রেখেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না। ভারতের বিপক্ষে দুই গোলসহ টুর্নামেন্টে চার গোল দেওয়া স্বপ্না উঠে এসেছেনে রংপুরের ‘নারী ফুটবলারের গ্রাম’ খ্যাত সদর উপজেলার সদ্যপুস্কুরিনী ইউনিয়নের পালিচড়া এলাকার জয়রাম গ্রাম থেকে।

জাতীয় দল ও বয়স ভিত্তিক দল মিলিয়ে সদ্যপুস্কুরিনী ইউনিয়নের ১০ জন ফুটবলার জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এতে আনন্দের জোয়ড়ের মাত্রা যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে নারী ফুটবলাররা। সিরাত জাহান স্বপ্নার জন্য এখন নারী ফুটবলে গর্বিত রংপুরবাসী।

সিরাত জাহান স্বপ্না

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে খেলা শেষ হওয়ার পরপরই জয়রাম গ্রামে মিষ্টি বিতরণ করেন পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। রংপুরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে ছুটে যান স্বপ্নার বাড়ি ও সহপাঠী খেলায়াড়দের কাছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাত জাহান স্বপ্নার ছবি দিয়ে পোস্ট দিয়েছে রংপুরের ফুটবলপ্রেমীরা। ভারতের ম্যাচে স্বপ্না দুটি গোল করেছিলেন।

স্বপ্নার বাবা বর্গাচাষি মোকছার আলী এবং মা গৃহিণী লিপি বেগম। স্বপ্না সদ্যপুস্কুরিনী পালিচড়া ফুটবল দলের খেলোয়াড়। স্বপ্না ২০১৩ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পান, সেই থেকে এখন পর্যন্ত জাতীয় দলে খেলছেন।

স্বপ্নার কোচ মিলন খান রাজ বলেন, ‘স্বপ্না অত্যন্ত মেধাবী খেলোয়াড়। সে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এই সাফ নারী চ্যাম্পিয়নশিপে সে ৪ গোল করে দেশের জয়ে ভূমিকা রেখেছে। আমি কোচ হিসেবে গর্বিত এবং আনন্দিত। স্বপ্না আমাদের এই অঞ্চলের সুনাম ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে।’

স্বপ্নার বাবা মোকছার আলী বলেন, ‘বিশ্বাস ছিল মেয়েরা ভালো কিছু করবে। আমি আমার মেয়ের জন্য সত্যি গর্বিত। আমাদের গ্রামসহ রংপুরবাসী খুশি। এটা আমাদের মতো গরিব পরিবারের জন্য বিরাট কিছু। আমার ভালো লাগছে আমার মেয়ে দেশের জন্য খেলছে, ভালো খেলে রংপুরের মুখ উজ্জ্বল করছে।’

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘আমরা রংপুরবাসী সিরাত জাহান স্বপ্নার জন্য গর্ববোধ করছি। প্রধানমন্ত্রী তাদের জন্য সদ্যপুস্কুরিনী পালিচড়ায় একটা মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছেন। নারী ফুটবলারের গ্রাম সদ্যপুস্কুরিনী আমাদের রংপুরকে গর্বিত করেছে।’

আমিরুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়