ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা হয়ে দুধ দিয়ে গোসল

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ১৯:২১, ১২ অক্টোবর ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা হয়ে দুধ দিয়ে গোসল

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মুঠোফোনেসহ বিভিন্ন মাধ্যমে হেনস্তার শিকার হয়ে নিজেকে নির্দোষ করতে ফারুক আহমেদ গরুর দুধ দিয়ে গোসল করেছেন। সেই গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এর আগে তিনি হেনস্তার বিষয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

আরো পড়ুন:

ভুক্তভোগী ফারুক আহমেদ রাইইয়্যান বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার এই আইটি ফার্ম ইউনিয়ন ডিজিটালাইজেশনের কাজ করে।

ফারুক আহমেদ বলেন, ‘আমার প্রতিষ্ঠানে এক ব্যক্তি কাজ শুরু করেন। তিনি ভাইভা পরীক্ষা দিয়ে নিয়োগ নেন। পরে তিনি ফেসবুক গ্রুপে আমার কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে আমার সঙ্গেও খারাপ আচরণ করতে থাকেন। প্রতিনিয়ত অশালীন কথাবার্তা বলতে থাকেন এবং চাঁদা দাবি করেন। এই বিষয়ে সাধারণ ডায়েরি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে গেছে।’ 

এরপর এসব হুমকি থেকে বাঁচতে নিজেকে নির্দোষ দাবি করে গরুর দুধ দিয়ে গোসল করেন তিনি। পরে এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 
 

ফারুক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়