সচল হলো শাহ আমানত বিমানবন্দর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ঘূর্ণিঝড়ের বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় সচল হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে টানা ২০ ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়।
অরো পড়ুন: তিন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম চালু
মঙ্গলবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা
বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম সচল হয়েছে। খুলে দেওয়া হয়েছে রানওয়ে। এর পরপরই সালাম এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। অন্যান্য অভ্যান্তরীন ও আন্তর্জাতিক শিডিউল ফ্লাইটও বিমানবন্দরে স্বাভাবিক নিয়মে উঠা নামা করতে শুরু করবে বলেও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
রেজাউল/ মাসুদ