ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ঘূর্ণিঝড় সিত্রাং: ঝলকাঠিতে গাছ উপড়ে বাড়িঘর বিধ্বস্ত

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৫ অক্টোবর ২০২২  
ঘূর্ণিঝড় সিত্রাং: ঝলকাঠিতে গাছ উপড়ে বাড়িঘর বিধ্বস্ত

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে টানা বৃষ্টি ও বাতাসে ঝালকাঠির বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

এদিকে গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাত থেকে থেকে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও বসতঘর। এখনো পানি বন্দি রয়েছে অসংখ্য পরিবার। অপরদিকে সকাল থেকে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন। পানি ঢুকে অনেকের বসতঘরের মালামাল নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। 

ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরন  গ্রামের রিয়াজ হোসেন বলেন, রাতে গাছ পড়ে আমাদের বসত ঘর ভেঙে গেছে। তবে আল্লাহর রহমতে আমাদের বাড়ির কেউ আহত হননি। 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘ঝালকাঠিতে ঘূর্ণিঝড়ে কোনো প্রণহানির ঘটনা ঘটেনি। তবে ঝড়ের কারণে কি পরিমাণ   ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। 

অলোক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়