ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিলুপ্তপ্রায় নীলগাই ‍উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:০৩, ২৬ অক্টোবর ২০২২
চাঁপাইনবাবগঞ্জে বিলুপ্তপ্রায় নীলগাই ‍উদ্ধার

নীলগাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি দলছুট নীলগাইকে উদ্ধার করেছে এলাকাবাসী। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দাইপুকুরিয়ার হাউস নগর এলাকা থেকে বিলুপ্তপ্রায় এ প্রাণীটিকে উদ্ধার করা হয়। 

স্থানীয়রা বাসিন্দারা জানান, দুপুরে এলাকার লোকজন একটি নীলগাইকে দলছুট অবস্থায় ঘুরে বেড়াতে দেখে আটক করে লোকজন। পরে তারা প্রাণীটিকে ধরে বেঁধে রাখেন। ধারণা করা হচ্ছে, নীলগাইটি ভারত থেকে দলছুট হয়ে বাংলাদেশের সীমান্তে চলে আসে। 

স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, ‘এলাকার লোকজন নীলগাইটিকে আটক করে দেখভাল করছে। বিজিবির সদস্যরা নীলগাইটি নিয়ে যেতে এসেছিল কিন্তু লোকজন তাদের কাছে প্রাণীটি হস্তান্তর করেনি।’

দাইপুকুরিয়া ইউনয়নের চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, ‘নীলগাইটি ভারত থেকে দলছুট হয়ে এখানে চলে এসেছে। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রাণী সম্পদ কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে জানিয়েছি। এর বেশি আমার কিছুই করার নেই।’

শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ বলেন, ‘এই বিষয়টি দেখভাল করা বন বিভাগের কাজ। এখানে প্রাণী সম্পদের কোন কাজ নাই।’

শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত বলেন, ‘ঘটনাটি বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসবে বলে আমাদের জানিয়েছেন।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা বন কর্মকর্তা মেহেদীজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নীলগাইটিকে উদ্ধার করে  চিকিৎসা দেওয়া হবে। পরে  উচ্চ পদস্থ কর্মকর্তারা এ বিষয়ে পরবর্ররতী ব্যবস্থা নেবেন।’

সেভ দ্যা ন্যাচারের সমন্বয়ক ফয়সাল মাহমুদ বলেন, ‘নীলগাই ভারতে পাওয়া যায়। আমাদের দেশে নীলগাই'র সংখ্যা একেবারেই কম। এর আগে জেলার রহনপুরে একটি নীলগাইকে এলাকাবাসী আটক করেছিল। পরে স্থানীয়দের সহায়তায় গাইটিকে সাফারী পার্কে অবমুক্ত করা হয়।’

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ