ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেড়েছে গম, ভুট্টা ও ভুষির দাম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২ নভেম্বর ২০২২   আপডেট: ১০:৫২, ২ নভেম্বর ২০২২
বেড়েছে গম, ভুট্টা ও ভুষির দাম

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে গম, ভুট্টা ও ভুষির দাম। প্রকার ভেদে তিনটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪ থেকে ৮ টাকা। ভারত থেকে এসব পণ্যের আমদানি কম হওয়ায় দাম বাড়ার অন্যতম কারণ বলে দাবি করেছেন আমদানিকারকরা। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে হিলি স্থলবন্দর ঘুরে জানা যায়, গেলো সপ্তাহে প্রতি কেজি গমের ভুষির দাম ছিলো ৩৮ থেকে ৪০ টাকা। কিন্তু এই পণ্যটি বর্তমানে বিক্রি হচ্ছে ৪৬ টাকা কেজি দরে। ভুট্টার কেজি ছিলো ৩৪ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৩৮ টাকা দরে। ৪৬ টাকা কেজির গম বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকায়।

আরো পড়ুন: এলসি বন্ধ, বিপাকে আমদানিকারকরা

বগুড়া থেকে গম কিনতে আসা লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এক সপ্তাহ আগে এই বন্দর থেকে ৪৬ টাকা কেজি দরে গম কিনে নিয়ে গেছে। আজকে (মঙ্গলবার) গমের দাম চাওয়া হচ্ছে ৫১ থেকে ৫২ টাকা কেজি। এভাবে দাম বাড়তে থাকলে কিভাবে ব্যবসা করবো?’

জয়পুরহাট থেকে ভুট্টা কিনতে আসা আব্দুল কাদের বলেন, ‘৩৪ টাকার ভুট্টা আজ বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি দরে। দাম বেশি। দেখি কি করা যায়।’

দিনাজপুর থেকে ভুষি কিনতে আসা নজরুল ইসলাম বলেন, ৩৮ থেকে ৪০ টাকার ভুষির দাম ৪৬ টাকা কেজি চাচ্ছেন আমদানিকারকরা।’ 

গম আমদানিকারক রবিউল ইসলাম সুইট বলেন, ‘চলতি বছরের ১২ মে হঠাৎ করে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। বর্তমান ভারত থেকে গম আমদানি বন্ধ রয়েছে এ বন্দরে। আগের আমদানি করা গমই বিক্রি করছি আমরা।’ 

তিনি আরও বলেন, ‘হিলি শাখার ব্যাংকগুলো এলসি সীমিত করায় ভারত থেকে গমের ভুষি ও ভুট্টা আমদানিও কমে গেছে।’

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত সোমবার হিলি স্থলবন্দরে ১৫টি ভারতীয় ট্রাকে ৩৪২ মেট্রিকটন গমের ভুষি ও ছয়টি ট্রাকে ২৪২ মেট্রিক টন ভুট্টা আমদানি হয়েছে।

মোসলেম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়