খালেদা-তারেকের আসন ফাঁকা রেখেই হচ্ছে সমাবেশ
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে দুটি আসন ফাঁকা রাখা হয়েছে। আসন দুটিতে তাদের ছবি রাখা হয়েছে।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশের অংশ হিসেবে শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে এই সমাবেশ হচ্ছে। এটি বিএনপির ৯ম সমাবেশ।
বিএনপির এই সমাবেশের সমন্বয়ক ও চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘দেশের পরিবেশ স্বাভাবিক থাকলে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অবশ্যই থাকতেন। কিন্তু তারা আসতে পারেননি। তাই তাদের সম্মানে মঞ্চে দুটি আসন রাখা হয়েছে।’
এর আগে তিন দিন অপেক্ষার পর শনিবার সকাল ৬টা থেকে নেতাকর্মীরা রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রবেশ করতে শুরু করেন। সকাল ৯টার দিকে সমাবেশ শুরু হয়। এখন স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
শিরিন সুলতানা/ মাসুদ
আরো পড়ুন