ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের মানুষের খাদ্যের অভাব নেই: খাদ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:২৩, ২৯ ডিসেম্বর ২০২২
দেশের মানুষের খাদ্যের অভাব নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ একই জমিতে বছরে তিনবার ফসল হয়। অযথা আতঙ্কিত হবেন না। আমরা সচেতন আছি, কেউ অবৈধ মজুত করতে পারবে না। করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে, মন্ত্রী খাদ্য গুদামে ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরে কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিনা তা দেখেন।

মন্ত্রী বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। জীবন বাজি রেখে তিনি জনগণের অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ বাংলা গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। বিশ্বে খাদ্য শস্যের দাম বেড়ে গেছে। তারপরও সরকার চালের দাম যাতে না বাড়ে তার জন্য কাজ করছে। পরিকল্পিত খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি খাদ্যের অপচয় বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাসেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়